• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১৪

সৈয়দপুরের দুই মেয়ে শিক্ষার্থীর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব স্কাউটস জাম্বুরিতে অংশগ্রহণ 



সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►

নীলফামারী: দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে প্রথমবারের মতো অংশ নিয়েছেন সৈয়দপুরের দুইজন শিক্ষার্থী। তারা হলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী শামামা আলী ও সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী বার্জিস আলী। 

শামামা ও বার্জিস হচ্ছেন সহোদর বোন। তারা দুইজনই ইন্টারন্যাশনাল স্কুল স্কাউট গ্রুপের সদস্য। গত ৩১ জুলাই রাতের ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। স্কাউটারদের ১২ দিনের এই ক্যাম্পিংয়ের গার্ল-ইন-স্কাউট হিসেবে নীলফামারী জেলা থেকে তারা অংশগ্রহণ করছেন। এর আগে তারা শাপলা কাপ অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। তাদের বাবা শাবাহাত আলী সাব্বু সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ও মাতা রুমা আলী একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ।

বিশ্বমানের কোন স্কাউট জাম্বুরিতে সৈয়দপুর থেকে এই প্রথম দুইজন গার্ল-ইন-স্কাউট অংশগ্রহণ করার সুযোগ পেলেন। এবারের বিশ্ব স্কাউট জাম্বুরিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০ হাজার স্কাউট/গার্ল-ইন-স্কাউট ও লিডার, কর্মকর্তা অংশগ্রহণ করছেন।